
বগুড়া জেলার কাহালু উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার (০৯ মার্চ ) কাহালু রেলওয়ে মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাহালু উপজেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব আলহাজ্ব আব্দুর রশিদ সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলার সভাপতি মো: ফয়সাল বিন শফিক সনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কাহালু উপজেলা নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দাওয়াতী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিলে ও দোয়া পরিচালনা করেন জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী ও জাকের পার্টি তালাবা ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা নাদিম মাহামুদ বাদল।
এ সময় বক্তারা, সবাইকে জাকের পার্টিতে যোগদান করার জন্য আহ্বান জানিয়ে বলেন দেশে বর্তমানে যে অরাজকতা চলছে তা থেকে পরিত্রাণ পেতে হলে আগামীতে একমাত্র জাকের পার্টি কে নির্বাচিত করে দেশ পরিচালনা করার দায়িত্ব দিতে হবে, তা ছাড়া অন্য কোন দলের পক্ষে এ চলমান অরাজকতা থেকে দেশ মুক্ত করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন।