
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীরের জন্মদিন ও সাংবাদিকতায় ২০ বছর পূর্তিতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
২০ জুন বিকেলে প্রেসক্লাব সভাপতি খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নাজমুল করিম।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় তেলাওয়াত করেন মাওলানা ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে ক্লাব সদস্য ও অতিথিরা হুমায়ূন কবীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও স্মারক ক্রেস্ট উপহার দেন।
বিশেষ অতিথি হাফেজ সানাউল্লাহসহ সিনিয়র সাংবাদিক ও ক্লাব নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
হুমায়ুন কবীর তার বক্তব্যে বলেন নবীনগর বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন আছে আমরা বিভিন্ন সময় অনেক অসংগতিপূর্ণ কার্যকলাপ সাংবাদিকদের মাঝে দেখি আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা কারো সাথে তর্কে জড়াবো না লক্ষ্য থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ ভিন্ন ভিন্ন ধর্মী প্রতিবেদন তৈরি করা এটাই একমাত্র লক্ষ্য।
শেষে আম-চিড়া-মুড়ি-দই দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়।
নিজস্ব প্রতিবেদকঃ 















