
মো:নজরুল ইসলাম হিরু, নগরকান্দা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও নবগঠিত ম্যানেজিং কমিটির বরণ অনুষ্ঠান হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি আরপিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ মন্ডলকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
এরপর বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মো. হানিফ মন্ডল।
বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা ও সুকুমার চন্দ্র সাহা, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রশান্ত সাহা, বিদ্যালয়ের সাবেক ছাত্র অধ্যাপক ড. খলিলুর রহমান, নূর মো:টগর, শামসুল আলম বাবলু, ইউসুফ আলী মন্ডল, রামনগর ইউনিয়ন জামায়াত ইসলামের আমির আক্তার হোসেন প্রমুখ। কমিটির নতুন সভাপতি কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বরণ করে নেয়ায় ইস্কুলের ছাত্র-ছাত্রী মাঝে একটা উৎসব আনন্দ ফুটে ওঠে। মতবিনিময় শেষে ছাত্রছাত্রীদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।