
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় রাজবাড়ীর মিজানপুরে দুই ইটভাটা একভেটর দিয়ে চারপাশের দেয়াল (কিলন) ভেঙে দিয়েছে ও ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ও সদরের বড়চর বেনীনগর এলাকায় এ ইটভাটা মালিকের জরিমানা ও কিলন ভেঙে দেয়া হয়। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে, NBG ব্রিকসের মালিক মেহেদী মাহবুব হোসেনকে ১ লাখ টাকা জরিমানা ও আদর্শ ব্রিকসের ABB মালিক আরজু সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুনার–রশিদ, পুলিশ পরিদর্শক মোঃ ইমরান হোসেনসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই অবৈধ দুটি ইটভাটা কিলন ভেঙে দেওয়া হয়েছে ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বৈধ ভাবে ইটভাটা চলছে কিনা ধরনের অভিযান চলমান আছে ও থাকবে বলে তিনি জানা