Dhaka 6:29 am, Friday, 18 July 2025

মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : নুরুল হক

টাঙ্গাইলে শিক্ষক সমাবেশে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নুরুল হক মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নুরুল হক।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নানাবিধ সমস্যা বিদ্যমান। এ সমস্যাগুলো এক দিনে তৈরি হয়নি। এতগুলো সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় লাগবে। তবে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

শনিবার ১৪’জুন টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে মাদ্রাসা শিক্ষক সংগঠনগুলো আয়োজিত এক সমাবেশে উপর্যুক্ত কথাগুলো বলেন। করোটিয়া রোকেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল হকের সভাপতিত্বেও অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা সভাপতি আহসান হাবীব মাসুদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ আলী আকবর, কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনর রশীদ খান,অধ্যক্ষ আফজাল হোসাইন, মাওলানা আবুল হাশেম, আব্দুল লতিফ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার প্রশাসনিক সমস্যা যেমন আছে তেমনি শিক্ষকদেরও দূর্বলতা আছে। সময়মত ক্লাসে আসা,ঠিকমতো ক্লাস পরিচালনা করা, নকলে সহযোগিতা না করা এগুলো শিক্ষদের দায়িত্বের অন্তর্ভুক্ত। যেসকল শিক্ষক নকলে সহযোগিতা করে পরবর্তীতে শিক্ষার্থীরা সারাজীবন ঔ শিক্ষকদের অভিশাপ দিতে থাকে। তিনি বিভিন্ন মাদ্রাসা পরিদর্শনকালে যে সমস্যাগুলো পেয়েছেন সেগুলো আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। মাদ্রাসা শিক্ষা জাতীয়করণসহ নানাবিধ দাবির বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে আহসান হাবীব মাসুদ বলেন, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য ফ্যাসিবাদীরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, পালিয়ে গেছে। যারা মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখে অথবা ধ্বংস করতে চায় তাদের ব্যাপারে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। যাতে আগামীতে মাদ্রাসা শিক্ষা বিরোধী কেউ ক্ষমতায় আসতে না পারে। সমাবেশে টাঙ্গাইল জেলার প্রতিটি মাদ্রাসা থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : নুরুল হক

Update Time : 11:53:52 am, Sunday, 15 June 2025

টাঙ্গাইলে শিক্ষক সমাবেশে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নুরুল হক মাদ্রাসা শিক্ষাকে সর্বাধুনিক করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নুরুল হক।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নানাবিধ সমস্যা বিদ্যমান। এ সমস্যাগুলো এক দিনে তৈরি হয়নি। এতগুলো সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় লাগবে। তবে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

শনিবার ১৪’জুন টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে মাদ্রাসা শিক্ষক সংগঠনগুলো আয়োজিত এক সমাবেশে উপর্যুক্ত কথাগুলো বলেন। করোটিয়া রোকেয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল হকের সভাপতিত্বেও অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা সভাপতি আহসান হাবীব মাসুদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ আলী আকবর, কুরতুবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুনর রশীদ খান,অধ্যক্ষ আফজাল হোসাইন, মাওলানা আবুল হাশেম, আব্দুল লতিফ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার প্রশাসনিক সমস্যা যেমন আছে তেমনি শিক্ষকদেরও দূর্বলতা আছে। সময়মত ক্লাসে আসা,ঠিকমতো ক্লাস পরিচালনা করা, নকলে সহযোগিতা না করা এগুলো শিক্ষদের দায়িত্বের অন্তর্ভুক্ত। যেসকল শিক্ষক নকলে সহযোগিতা করে পরবর্তীতে শিক্ষার্থীরা সারাজীবন ঔ শিক্ষকদের অভিশাপ দিতে থাকে। তিনি বিভিন্ন মাদ্রাসা পরিদর্শনকালে যে সমস্যাগুলো পেয়েছেন সেগুলো আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। মাদ্রাসা শিক্ষা জাতীয়করণসহ নানাবিধ দাবির বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে আহসান হাবীব মাসুদ বলেন, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য ফ্যাসিবাদীরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, পালিয়ে গেছে। যারা মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখে অথবা ধ্বংস করতে চায় তাদের ব্যাপারে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। যাতে আগামীতে মাদ্রাসা শিক্ষা বিরোধী কেউ ক্ষমতায় আসতে না পারে। সমাবেশে টাঙ্গাইল জেলার প্রতিটি মাদ্রাসা থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন।