
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলাধীন ৫ নং আয়লা পতাকাটা ইউনিয়ন শাখার আয়োজনে সড়ক কালভার্ট ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে সংগঠনের ইউনিয়ন সভাপতি এইচ এম রেজাউল করিম আরেফি এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের সার্বিক বিষয় তুলে ধরেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সেক্রেটারি, মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা জয়েন্ট সেক্রেটারি ও মানবিক বরগুনা এর প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেন মনির, হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফেরদৌস, হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ রেদওয়ান, এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজ সকাল সাড়ে নয় ঘটিকায় পুরাকাটা স্টেশনে মানববন্ধন শুরু হয় ও সকাল ১১ টায় ইটবাড়িয়া স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্যে বক্তারা বলেন, সারা দেশের মধ্যে সবথেকে অবহেলিত এই ইউনিয়নটি অনতিবিলম্বে এই ইউনিয়নের সড়ক, ব্রিজ, সংস্কার করার জর দাবিদার অন্যথায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করা হবে সেই সাথে মহাসড়ক বন্ধ করে কর্মসূচি পালন করা হবে, পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন সমাপ্ত করা হয়।