
গাজীপুর মহানগরীর পূবাইলে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধার এবং নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর ৪২নং ওয়ার্ড এর হারবাইদ এলাকা কালু মার্কেট মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি করমতলা তালটিয়া প্রদক্ষিণ করে মীরের বাজার চৌরাস্তায় এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আমরা নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছি। ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে, তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে।” বক্তারা আরও বলেন, “ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে, তাদেরও প্রতিহত করতে হবে। বাংলাদেশে ইসরায়েলি পণ্যসহ সকল মদদদাতা দেশের পণ্য বয়কট করতে হবে। এখনই সময় একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর ও গণবর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ার।”
সমাবেশে সর্বস্তরের সাধারণ জনগণ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।