Dhaka 11:16 am, Friday, 18 July 2025

সহকারী এটর্নী জেনারেল হলেন বাবুগঞ্জের কৃতি সন্তান আসমা হোসেন জীবনী

আলোকিত বাবুগঞ্জে আলোকিত মানুষ আসমা হোসেন জীবনী।পরিশ্রম আর চেষ্টা থাকলে সফলতা আসবেই। চলার পথে প্রতিকূলতা আসবে এটাই স্বাভাবিক, কিন্তু এই প্রতিকূলতা ডিঙ্গিয়ে যারা এগিয়ে যেতে পারে জীবনেই তারাই সফল। চলার পথে এমনি সব প্রতিকূলতা পেরিয়ে এক অনন্য অর্জনের নজির গড়েছেন বরিশালের আলোকিত বাবুগঞ্জের মেয়ে আসমা হোসেন জীবনী।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার কার্যনির্বাহী সদস্য আসমা হোসেন গত ১৮ মার্চ সহকারী এটর্নী জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি সুপ্রীম কোর্টের প্রশাসনিক ট্রাইব্যুনালের প্যানেল আইনজীবী নিযুক্ত হয়েছিলেন।

বরিশালের বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের ইঞ্জিনিয়ার সোহরাব আলী বেপারী ও হোসনে আরা খানম দম্পতির বড় মেয়ে আসমা হোসেন। আসমা হোসেন জীবনী নানা বাড়ি উজিরপুর থানা বামরাইল ইউনিয়নে, নানা মোঃ তাহের আলী সিকদার।

বরিশালের বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের মেয়ে আসমা বেড়ে উঠেছেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে।

তিনি সরিকল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৪ সালে এস.এস.সি ও শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ হতে ২০০৬ সালে এইচ.এস.সি পাশের পর স্টাম্পফোর্ট ইউনিভার্সিটি হতে এল.এল.বি এবং সাউথইস্ট ইউনিভার্সিটি হতে এল.এল.এম সম্পন্ন করেন, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিনুসাইডে ডিপ্লোমা করেন ২০২২ সালে।

এরপর ২০১৩ সালে বার কাউন্সিল পাশ করে ২০১৭ সাল হতে হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন আসমা হোসেন জীবনী।

তার এই সাফল্যের বিষয়ে আসমা জানান, তিন ভাই বোনের মধ্যে আসমা সবার বড়। তিনিই তার বংশের ভিতরে প্রথম মেয়ে হিসেবে সহকারী এর্টনী জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। তিনি তার এই পেশার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করতে চান।

আসমা হোসেনের এমন সাফল্যে খুশি তার পরিবার স্বজনেরা এলাকাবাসীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সহকারী এটর্নী জেনারেল হলেন বাবুগঞ্জের কৃতি সন্তান আসমা হোসেন জীবনী

Update Time : 04:05:48 pm, Wednesday, 9 April 2025

আলোকিত বাবুগঞ্জে আলোকিত মানুষ আসমা হোসেন জীবনী।পরিশ্রম আর চেষ্টা থাকলে সফলতা আসবেই। চলার পথে প্রতিকূলতা আসবে এটাই স্বাভাবিক, কিন্তু এই প্রতিকূলতা ডিঙ্গিয়ে যারা এগিয়ে যেতে পারে জীবনেই তারাই সফল। চলার পথে এমনি সব প্রতিকূলতা পেরিয়ে এক অনন্য অর্জনের নজির গড়েছেন বরিশালের আলোকিত বাবুগঞ্জের মেয়ে আসমা হোসেন জীবনী।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার কার্যনির্বাহী সদস্য আসমা হোসেন গত ১৮ মার্চ সহকারী এটর্নী জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি সুপ্রীম কোর্টের প্রশাসনিক ট্রাইব্যুনালের প্যানেল আইনজীবী নিযুক্ত হয়েছিলেন।

বরিশালের বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের ইঞ্জিনিয়ার সোহরাব আলী বেপারী ও হোসনে আরা খানম দম্পতির বড় মেয়ে আসমা হোসেন। আসমা হোসেন জীবনী নানা বাড়ি উজিরপুর থানা বামরাইল ইউনিয়নে, নানা মোঃ তাহের আলী সিকদার।

বরিশালের বাবুগঞ্জের ইসলামপুর গ্রামের মেয়ে আসমা বেড়ে উঠেছেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে।

তিনি সরিকল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৪ সালে এস.এস.সি ও শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ হতে ২০০৬ সালে এইচ.এস.সি পাশের পর স্টাম্পফোর্ট ইউনিভার্সিটি হতে এল.এল.বি এবং সাউথইস্ট ইউনিভার্সিটি হতে এল.এল.এম সম্পন্ন করেন, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিনুসাইডে ডিপ্লোমা করেন ২০২২ সালে।

এরপর ২০১৩ সালে বার কাউন্সিল পাশ করে ২০১৭ সাল হতে হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন আসমা হোসেন জীবনী।

তার এই সাফল্যের বিষয়ে আসমা জানান, তিন ভাই বোনের মধ্যে আসমা সবার বড়। তিনিই তার বংশের ভিতরে প্রথম মেয়ে হিসেবে সহকারী এর্টনী জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। তিনি তার এই পেশার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করতে চান।

আসমা হোসেনের এমন সাফল্যে খুশি তার পরিবার স্বজনেরা এলাকাবাসীরা।