
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য উত্তরপাড়া আনু মিয়ার ছেলে রাসেলের স্ত্রী গৃহবধু ফারজানা আক্তার রাখি (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সোমবার দিবাগত রাতে বাপের বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয় রাখি।
ফারজানা আক্তার রাখি উপজেলার শ্রীহাস্য খিলপাড়া আলতাফ আলি হাজি বাড়ির আলমগীর হোসেনর মেয়ে ও শ্রীহাস্য উত্তরপাড়া আনু মিয়ার ছেলে রাসেলের স্ত্রী। রাসেল ও রাখি দু’জনই ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা যায়, ২০২৩ সালের রাসেল ও রাখি প্রেমের সম্পর্ক থেকে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে রাসেলের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় নি। রাখি রাসেলের বাড়িতে গেলে রাসেলের পরিবার যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করতেন।১০-১২ দিন পূর্বে রাখি রাসেলের বাড়িতে গেলে রাসেলের পরিবার রাখিকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এই ঘটনার জের ধরে সোমবার দিবাগত রাতে বাপের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ফারজানা আক্তার রাখির দাদি আয়েশা বেগম বলেন, “আমার নাতনিকে বিভিন্নভাবে নির্যাতন করতো রাসেল ও তার পরিবার, সেজন্য আমার নাতনি আত্মহত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই”
অভিযোগের বিষয়ে জানতে রাসেলের বাড়িতে গেলে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানার (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।