
সোমবার (৩ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫” এর দেশসেরা, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
এবারের প্রতিযোগিতায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, বড়লেখা, মৌলভীবাজার।
বিজয়ী দলকে আয়োজকদের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সিলেট বিভাগে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে, দি বার্ডস রেসি. মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল,মৌলভীবাজার।
এছাড়াও জেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে বিজয়ীদের নাম ১ম স্থান: দি বার্ডস রেসি. মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল, ২য় স্থান: দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, মৌলভীবাজার সদর, ৩য় স্থান: সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল।
অন্যদিকে উচ্চ মাধ্যমিক স্তরে জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ১ম স্থান: বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, বড়লেখা, ২য় স্থান: সুজা মেমোরিয়াল কলেজ, কমলগঞ্জ, ৩য় স্থান: কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ, কুলাউড়া।
আয়োজকদের মতে, “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫” এর মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও দেশপ্রেম জাগিয়ে তোলা।
দেশজুড়ে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রতিযোগিতা রঙে ও ভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার (চেক) ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।
শেখ শুক্কুর,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ 













