
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সারা বাংলা দেশ ব্যাপী ইউনিয়ন ভিত্তিক জনসভার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলা বহরপুর ও ইসলাম পুর ইউনিয়নের যৌথ আয়োজনে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান আজ ৫ ই অক্টোবর রবিবার বালিয়াকান্দি উপজেলা বহরপুর বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। আগামী ২৯ নভেম্বর ২০২৫ ঢাক সোহার্দি উদ্যানে জাকের পার্টির বিশাল মহা সমাবেশ অনুষ্ঠিত হবে সেই লক্ষে ও ত্রেরোদশ নির্বাচন ২০২৬ এর প্রস্তুতি উপলক্ষে এ জনসভার আনজাম চলছে। ইসলাম পুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ ফিরোজ মন্ডলের সভাপতিত্বে, বহর পুর ইউনিয়ন জাকের পার্টির সহ সভাপতি গোলাম মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাসারের সার্বিক তত্বাবধানে, রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব দপ্তর সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক ও ছাত্র ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজীব হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ আলী বিস্বাস কাঞ্চন সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিম।মোঃ আমিনুল ইসলাম সিনিয়র সহ সভাপতি আমিনুল। মীর রফিকুল আলম রাফু সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিম। মোঃ জহিরউদ্দি মৃধা সহ সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। মোঃ মোশাররফ ফকির প্রচার সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পূর্ব। মোঃ মিলন মন্ডল সভাপতি পাংশা উপজেলা জাকের পার্টি। মোঃ আবু কালাম খান সাধারণ সম্পাদক পাংশা উপজেলা জাকের পার্টি। আহমেদ সিনিয়র সহ সভাপতি পাংশা উপজেলা জাকের পার্টি। মোঃ মোকছেদ মন্ডল সহ প্রচার সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি পশ্চিম।মাওলানা আঃ ছালাম জেহাদি সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি ওলামা ফ্রন্ট। মোঃ ইরশাদ আলী ফকির সাধারণ সম্পাদক রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব ফ্রন্ট। মোঃ আশরাফুল ইসলাম আমজাদ সভাপতি রাজবাড়ী জেলা জাকের পার্টি। মোছাঃ রেজিয়া গফুর সভানেত্রী রাজবাড়ী জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট। খায়রুন নাহার সাধারণ সম্পাদিকা রাজবাড়ী জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট। যুব ফ্রন্ট , ছাত্র ফ্রন্ট, সেচ্ছাসেবক ফ্রন্ট এবং সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ শত শত জনগন উপস্থিত ছিলেন। জনসভায় টিম সদস্য গন বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে রেলী হয় ও আছর নামাজ পর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ছাহের রওজা শরীফ যিয়ারত করা হয় এবং অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়, সভাপতির সমাপনী বক্তব্য মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 













