
গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদীর নির্দেশে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনসভা অনুষ্ঠিত হচ্ছে এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মোস্তাফা কামাল আরমান এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট এ এন এম মনিরুজ্জামান লাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাকের পার্টি ঢাকা বিভাগীয় কমিটি সহ-সভাপতি আলহাজ্ব এ. বি. এম, জিয়াউর রহমান (ফেলু হাজী), গাজীপুর জেলা জাকের পার্টির সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন শেখ, সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির, জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মাহামুদ আরিফসহ জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের থানা ও জেলার নেতৃবৃন্দ।
বক্তৃতায় নেতৃবৃন্দরা বলেন “জাকের পার্টি নীতি, আদর্শ ও সততার সাথে পরিচালিত হয়। দলের কোনো নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্যা চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
নিজস্ব প্রতিবেদকঃ 













