
যশোর সদর লেবুতলা ইউনিয়ন, খাজুরা প্রাথমিক বিদ্যালয়ের পাশে চিত্রা নদীতে আজ সকাল ১০:৩০ মিনিটের দিকে এক দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। খাজুরা বাজারের বিশিষ্ট ধান ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলামের ছোট ছেলে মোঃ গালিব হোসেন গোসল করতে নেমে মাছ ধরার জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, নদীর তীরে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশুটি পরিবারের কিশোর সন্তান এবং তার হঠাৎ মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।
পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে নদীতে নিরাপত্তাহীনতার কারণে এমন দুর্ঘটনা না ঘটে।