Dhaka 2:45 pm, Friday, 11 July 2025

শাজাহানপুরে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

হৃদয় আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উপজেলা উপজেলা শাখার উদ্যোগে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, পদোন্নতি এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে মঙ্গলবার (২৪ জুন) সকালে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত ছয় দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, মানবশিশুকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকেন। এই কাজটি সম্পূর্ণ কারিগরি (টেকনিক্যাল) হওয়া সত্ত্বেও তারা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত।
দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, স্বাস্থ্য খাতে সকল আন্তর্জাতিক অর্জন তাদের মাধ্যমেই হয়েছে। বিগত সরকারগুলো শুধু আশার বাণী শুনিয়েছেন, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্তকরণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শাজাহানপুর শাখার সম্মানিত সভাপতি মোঃ উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক সুফিয়া খাতুন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক এসএম আলমগীর হোসেন, স্বাস্থ্য সহকারি নিহার বানু, আবু বকর সিদ্দিক, শামীমা আক্তার, মোঃ শাহিনুর আলোম বাবু প্রমুখ।

 

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দীর্ঘদিনের অবহেলায় জনদুর্ভোগ সিঙ্গারবিল টু কাশিনগর সড়ক

শাজাহানপুরে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Update Time : 12:43:47 pm, Tuesday, 24 June 2025

হৃদয় আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উপজেলা উপজেলা শাখার উদ্যোগে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, পদোন্নতি এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে মঙ্গলবার (২৪ জুন) সকালে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত ছয় দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, মানবশিশুকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকেন। এই কাজটি সম্পূর্ণ কারিগরি (টেকনিক্যাল) হওয়া সত্ত্বেও তারা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত।
দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, স্বাস্থ্য খাতে সকল আন্তর্জাতিক অর্জন তাদের মাধ্যমেই হয়েছে। বিগত সরকারগুলো শুধু আশার বাণী শুনিয়েছেন, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্তকরণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শাজাহানপুর শাখার সম্মানিত সভাপতি মোঃ উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক সুফিয়া খাতুন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক এসএম আলমগীর হোসেন, স্বাস্থ্য সহকারি নিহার বানু, আবু বকর সিদ্দিক, শামীমা আক্তার, মোঃ শাহিনুর আলোম বাবু প্রমুখ।