Dhaka 8:57 pm, Friday, 23 January 2026

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশের প্রাচীনতম প্রথম সারির গণমাধ্যম জাতীয় দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দৈনিক সংগ্রাম-এর উপজেলা সংবাদদাতা ও নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক এম.এ. মান্নান।

এ সময় তিনি বলেন, জাতীয় দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে দেশ, জাতি ও গণতন্ত্রের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।

তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুরে শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দোয়া মাহফিল এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা সংবাদদাতা এম.এ. মান্নান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে ইসলামী আন্দোলনের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত 

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

Update Time : 12:59:05 pm, Sunday, 18 January 2026

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশের প্রাচীনতম প্রথম সারির গণমাধ্যম জাতীয় দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দৈনিক সংগ্রাম-এর উপজেলা সংবাদদাতা ও নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক এম.এ. মান্নান।

এ সময় তিনি বলেন, জাতীয় দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে দেশ, জাতি ও গণতন্ত্রের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।

তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় দৈনিক সংগ্রাম-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুরে শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দোয়া মাহফিল এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা সংবাদদাতা এম.এ. মান্নান।