
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, মোক্তারপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দৃ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন দলের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারবেন। তাদেরকে কেউ বাধা প্রদান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগীতা কাম্য।
নিজস্ব প্রতিবেদক : 

















