Dhaka 7:46 am, Friday, 18 July 2025

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পর হলো প্রথম সিজার

বরিশালের উজিরপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমরারের মতো নাজমা আক্তারের (২৬) সিজার করা হয়। এতে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শওকত আলী এর তত্বাবধানে অপারেশনের দায়িত্ব পালন করেন সিজারিয়ান সেকশনে প্রধান সার্জন ডা. শাহনাজ শিমুল এবং ডা. তহুরা আক্তার, অবেদনবিদ হিসেবে ছিলেন ডা. এস এম মাসুম বিল্লাহ, শিশু বিশেষজ্ঞ ডা. অনামিকা ভট্টাচার্য।
নবজাতকের বাবা বলেন, বিনামূল্যে হাসপাতালে আমার স্ত্রী সিজার করা হয়েছে। স্ত্রী এবং সন্তান সুস্থ আছে।

উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ শওকত আলী বলেন, ১৯৭৪ সালে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অপারেশন থিয়েটারে লোকবলের অভাব ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে এ এলাকার লোকজনকে বরিশালে যেতে হয়েছে।এখন থেকে এই প্রতিষ্ঠানেই অপারেশন করা হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার এই দীর্ঘ সময় পরে সরকারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পর হলো প্রথম সিজার

Update Time : 03:34:56 pm, Sunday, 13 April 2025

বরিশালের উজিরপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫১ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমরারের মতো নাজমা আক্তারের (২৬) সিজার করা হয়। এতে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শওকত আলী এর তত্বাবধানে অপারেশনের দায়িত্ব পালন করেন সিজারিয়ান সেকশনে প্রধান সার্জন ডা. শাহনাজ শিমুল এবং ডা. তহুরা আক্তার, অবেদনবিদ হিসেবে ছিলেন ডা. এস এম মাসুম বিল্লাহ, শিশু বিশেষজ্ঞ ডা. অনামিকা ভট্টাচার্য।
নবজাতকের বাবা বলেন, বিনামূল্যে হাসপাতালে আমার স্ত্রী সিজার করা হয়েছে। স্ত্রী এবং সন্তান সুস্থ আছে।

উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ শওকত আলী বলেন, ১৯৭৪ সালে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অপারেশন থিয়েটারে লোকবলের অভাব ও পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে এ এলাকার লোকজনকে বরিশালে যেতে হয়েছে।এখন থেকে এই প্রতিষ্ঠানেই অপারেশন করা হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার এই দীর্ঘ সময় পরে সরকারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।