
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছতরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষকদের স্মরণে শহীদ আবু সাঈদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি (রবিবার) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মার্কিন দূতাবাস ঢাকা’র ডিজিটাল ডেভেলপমেন্ট এডভাইজার প্রকৌশলী আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আহসান হাবিব তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহিদুর রহমান সরকার, আব্দুল আহাদ মাস্টার, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ বাবুল চৌধুরী, এসএম শাহজাহান ভূইয়া, উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল সরকার, সিদ্দিকুর রহমান চৌধুরী, ডাঃ আজিজুল হক চৌধুরী, হিরণ চৌধুরী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাছাড়া বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীদের শক্তি পরীক্ষা (পালোয়ান) প্রতিযোগিতা ছিল নজর কারার মত।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা শিক্ষকদের শ্রদ্ধার সাথে স্বরণ করেন। আলোচনায় উঠে আসে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, প্রতিবছর প্রতিযোগিতার আয়োজন ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ নানান বিষয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ২য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় হওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।