
বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে ১৮’ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল বেলায় টাঙ্গাইল পৌরউদ্যানে জেলা জামায়াতের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামের সম্মানিত আমির আহসান হাবীব মাসুদ এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, জেলা জামায়াতে ইসলামের নায়েব আমির খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন করির, সহকারি সেক্রেটারি শফিকুল ইসলাম খান এবং হোসেন মোবারক বাবুল, কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ্ তালুকদার, ন্যাশনাল ডক্টরস্ ফোরামের জেলা সভাপতিও টাঙ্গাইল ৬(নাগরপুর-দেলদুয়ার) এর জামায়াতের ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ খান, জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ মাজাহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন ৩৬’ জুলাই ফ্যাসিষ্ট হাসিনা সরকার পতনের পর অনেক মৃত্যুদণ্ডাদেশের আসামিরা মুক্তি পেয়েছে। আমাদের নেতা এটিএম আজাহারুল ইসলাম ভাই এখনো মুক্তি পায় নাই।প্রায় ১৩ বছর যাবৎ অন্যায়ভাবে তাকে এখনো কারাগারে আটকে রেখেছে।
এখনো দেশে বৈষম্য বিরাজমান এটিএম আজাহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন বক্তারা।পরে শহরের শহীদ সৃতি পৌরউদ্যান থেকে বিশাল মিছিল বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিত করেন নেতাকর্মীরা।সমাবেশে ১২ উপজেলার জামায়াতে ইসলাম, ইসলামি ছাত্রশিবিরসহ বিভিন্ন স্তরের ৩৫ হাজারের অধিক নেতাকর্মী অংশ নেয়।