
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার শ্রীপুর এলাকায় বাবার মৃত্যুর সংবাদ শুনে বাবাকে দেখতে এসে আরো তিনজনের মৃত্যু। পবিত্র ঈদের দিনে আনন্দের বদলতে চলছে এলাকায় শোকের মাতম।
৩১ শে মার্চ সোমবার শ্রীপুর গ্রামের পূর্ব পাড়া ভুইয়া বাড়ির মোঃ সত্তর ভুইঁয়া ছেলে,মো মিরজান ভুইঁয়া দীর্ঘদিন যাব ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ,অবস্থায় মারা যায়। মোঃ মিরজান ভুইঁয়ার মৃত্যুর সংবাদ শুনে, তাহার মেয়ে এবং জামাতা নিজ সন্তানাদি ভাগ্নিসহ ফ্যামিলির সদস্যগণ, ঢাকা গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা হতে রওয়ানা দিয়েছিল বাবার লাশ দেখার জন্য,বাড়িতে আসার সময় জয়দেবপুর চৌরাস্তা বাস স্ট্যান্ড সংলগ্ন,বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্তরে তিন জনের মৃত্যু,এবং আরো দুজন ঢাকা হাসপাতালে আইসিওতে ভর্তি রয়েছে, এতে খুবই আশঙ্কাজন দিন গুনতে হচ্ছে তাদের । এবং প্রত্যেকের মৃতদেহ যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার পর, নিজ কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়েছে। ভাগ্যের কী নির্মম পরিহাস,যেখানে ঈদের দিনে আনন্দ করার কথা সেখানে আরো তিনজনের লাশ নিয়ে বাড়িতে ফিরে এলো। রোড এক্সিডেন্ট করে যাদের মৃত্যু হয়েছে, ১/ একজন বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আকবর বাড়ির,রহিজ উদ্দিন এর স্ত্রী তিন সন্তানের জননী , ২/ ঢাকা গাজীপুরের জয়দেবপুর এলাকার মৃত মিজান ভূইয়ার মেয়ে লিজা আক্তার এর আদরের একমাত্র কন্যা সন্তান, ৩/ ঢাকা জয়দেবপুর চৌরাস্তার একজন সিএনজির ড্রাইভার, ঈদের আনন্দের দিনে আনন্দের বদলতে চলছে শোকের মাতম।
এ সময় মৃত মিজান ভূইয়ার ছোট ভাই লুৎফুর ভুইয়া জানান। আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে, আমার ভাতিজি ভাগ্নি সহ আরো যারা মৃত্যুবরণ করেছেন,আমি সকলের গ্রহের আত্মার মাগফেরাত কামনা করছি,এবং আপনারা সকলে আমার ভাই সহ যারা মৃত্যুবরণ করেছে, সকল গ্রহের আত্মার মাগফেরাত কামনা করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ করা হল, আপনার সকলেই তাদের জন্য দোয়া করবেন,আল্লাহতায়ালা যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। পাশাপাশি আমার ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই।