Dhaka 12:59 pm, Saturday, 6 December 2025

শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার মিলে দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার এলাকার রশনি পলি ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেডে ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে একই গ্রামের মার্জিয়া (৩৭)নামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে।

​বুধবার, ৩রা ডিসেম্বর, প্রতিদিনের মতো মার্জিয়া বেগম রশনি পলি ফাইবার মিলে কাজ করতে গেলে সকাল প্রায় ৮:৩০ মিনিটে অসাবধানতাবশত ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা প্রতিষ্ঠানটির ওপর হামলা ও ভাঙচুর চালাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে দ্রুত সময়ে শান্ত করতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় চলন্ত ফর্কলিফ্টের চাকায় পরে মার্জিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আরেক নারী শ্রমিক ও চালককে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

​এ বিষয়ে জানতে চাইলে, প্রতিষ্ঠানটির কর্মকর্তা এক্সিকিউটিভ অ্যাডমিন প্রান্ত বলেন, এটি একটি দুর্ঘটনা।তার মৃত্যুতে আমরা মর্মাহত অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু আমারাও মেনে নিতে পারছিনা।

আমরা ইতোমধ্যে তাঁর ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরও বলেন, শ্রম আইন অনুযায়ী দুই লাখ টাকা এবং দাফনের জন্য নগদ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির মালিক মানবিক বিবেচনায় ক্ষতিপূরণ হিসেবে নিহত পরিবারকে দশ লাখ টাকা প্রদানের আশ্বাস প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীক সম্বলিত তোরণ নির্মাণ করলেন সাবেক শিবির নেতা মো. কোরবান আলী

শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার মিলে দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু

Update Time : 06:29:04 pm, Thursday, 4 December 2025

শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার এলাকার রশনি পলি ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেডে ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে একই গ্রামের মার্জিয়া (৩৭)নামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে।

​বুধবার, ৩রা ডিসেম্বর, প্রতিদিনের মতো মার্জিয়া বেগম রশনি পলি ফাইবার মিলে কাজ করতে গেলে সকাল প্রায় ৮:৩০ মিনিটে অসাবধানতাবশত ফর্কলিফ্টের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা প্রতিষ্ঠানটির ওপর হামলা ও ভাঙচুর চালাতে শুরু করে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে দ্রুত সময়ে শান্ত করতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় চলন্ত ফর্কলিফ্টের চাকায় পরে মার্জিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আরেক নারী শ্রমিক ও চালককে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

​এ বিষয়ে জানতে চাইলে, প্রতিষ্ঠানটির কর্মকর্তা এক্সিকিউটিভ অ্যাডমিন প্রান্ত বলেন, এটি একটি দুর্ঘটনা।তার মৃত্যুতে আমরা মর্মাহত অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু আমারাও মেনে নিতে পারছিনা।

আমরা ইতোমধ্যে তাঁর ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরও বলেন, শ্রম আইন অনুযায়ী দুই লাখ টাকা এবং দাফনের জন্য নগদ পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির মালিক মানবিক বিবেচনায় ক্ষতিপূরণ হিসেবে নিহত পরিবারকে দশ লাখ টাকা প্রদানের আশ্বাস প্রদান করেন।