
বাহুবল ভিতর বাজারের রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তির শিকার ক্রেতা-বিক্রেতা, জনসাধারণ ও পথচারী লোকজন।
জানা যায়,প্রায় কয়েক যোগ ধরে বাহুবল ভিতর বাজারে প্রতি শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে আসছে।এতে হাঁস মোরগ সহ বিভিন্ন শাক-সবজি নিয়ে আসেন এলাকার শতাধিক গ্রামের মানুষ। অনেকে হাঁস মোরগ নিয়ে কাদামাটিতে বসতে পারছেনা,অনেকে আবার বসার জায়গাও পাচ্ছেনা। তার মধ্যে সাপ্তাহে দু’দিন প্রতি শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে।
সে হিসেবে এলাকার কৃষকরা হাঁস মোরগ,শাক-সবজি সহ বিভিন্ন পূণ্য নিয়ে বাজারে আসলে তারা বসার কোন জায়গা পায়না। যে-ই জায়গাতে সবসময় হাঁস মোরগ বিক্রি করে আসছেন কৃষকরা সেই জায়গাতে সামান্য বৃষ্টি এলেই কাদামাটি ও বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতা ও এলাকার জনসাধারণ।
২ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সরেজমিনে ভিতর বাজার গিয়ে দেখা যায়। বসার জায়গা না পেয়ে বিভিন্ন এলাকা থেকে হাঁস মোরগ নিয়ে আসা কৃষকরা ফেরত চলে যাচ্ছেন। তাদেরকে প্রশ্ন করা হলে তারা জানান, আমরা সাপ্তাহে দু’দিন শাকসবজি ও হাঁস মোরগ নিয়ে বাজারে আসি।কিন্তু বসার জায়গা পাইনা।যেই জায়গাতে সবসময় হাঁস মোরগ নিয়ে বসি,সেই জায়গাতে বৃষ্টির পানি জমে কাদা হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।তাই আমরা আমাদের হাঁস মোরগ নিয়ে চলে যাচ্ছি!
মোঃ দেলোয়ার হোসেন ছাদেক বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: 


















