ভারতের আমন্ত্রণ পেয়ে ও অনুষ্ঠানে যোগ দিচ্ছে না বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : 11:52:11 pm, Saturday, 11 January 2025
  • 143 Time View

ভারতের আবহাওয়া ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে। কিন্তু সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থেকে কেউ যোগ দিচ্ছে না।

শনিবার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের আবহাওয়া দফতরের কর্তা জানিয়েছেন, তাদের পক্ষে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে ‘অনাবশ্যক’ বলে মন্তব্য করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় আবহাওয়া দফতর মৌসম ভবনের (আইএমডি) ১৫০ বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘অবিভক্ত ভারত’।

এ প্রসঙ্গে ভারতের আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চাই এক সময়ের অবিভক্ত ভারতের অংশ সব দেশের প্রতিনিধি ১৫০ বছর উদযাপনে যোগ দেন।’

ইতোমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে পাকিস্তান। আলোচনা সভায় তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে বাংলাদেশ জানিয়েছে, তারা আসছে না। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মাসখানেক আগে দিল্লি থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন জানিয়ে বাংলাদেশ আবহাওয়া দফতরের (বিএমডি) কার্যনির্বাহী ডিরেক্টর মোমিনুল ইসলাম বলেন, ‘ভারতের মৌসম ভবন ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা দিল্লির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ, সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে।’

ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আবহাওয়া দফতরের এই কর্মকর্তা।

ভারতের মৌসম ভবনের সঙ্গে বাংলাদেশের মৌসম ভবনের নিয়মিত যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, ভারতীয় আবহাওয়াবিদদের সঙ্গে দেখা করতে ডিসেম্বরেই দিল্লিতে এসেছিলেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আমন্ত্রণপত্র পেয়েছে ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট বাকির নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়

ভারতের আমন্ত্রণ পেয়ে ও অনুষ্ঠানে যোগ দিচ্ছে না বাংলাদেশ

Update Time : 11:52:11 pm, Saturday, 11 January 2025

ভারতের আবহাওয়া ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে। কিন্তু সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে থেকে কেউ যোগ দিচ্ছে না।

শনিবার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের আবহাওয়া দফতরের কর্তা জানিয়েছেন, তাদের পক্ষে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না। এই বিদেশ ভ্রমণকে ‘অনাবশ্যক’ বলে মন্তব্য করেছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় আবহাওয়া দফতর মৌসম ভবনের (আইএমডি) ১৫০ বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘অবিভক্ত ভারত’।

এ প্রসঙ্গে ভারতের আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চাই এক সময়ের অবিভক্ত ভারতের অংশ সব দেশের প্রতিনিধি ১৫০ বছর উদযাপনে যোগ দেন।’

ইতোমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে পাকিস্তান। আলোচনা সভায় তাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে বাংলাদেশ জানিয়েছে, তারা আসছে না। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মাসখানেক আগে দিল্লি থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন জানিয়ে বাংলাদেশ আবহাওয়া দফতরের (বিএমডি) কার্যনির্বাহী ডিরেক্টর মোমিনুল ইসলাম বলেন, ‘ভারতের মৌসম ভবন ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা দিল্লির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ, সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে।’

ভারতের আমন্ত্রণে সাড়া না দেওয়ার সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্কের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আবহাওয়া দফতরের এই কর্মকর্তা।

ভারতের মৌসম ভবনের সঙ্গে বাংলাদেশের মৌসম ভবনের নিয়মিত যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, ভারতীয় আবহাওয়াবিদদের সঙ্গে দেখা করতে ডিসেম্বরেই দিল্লিতে এসেছিলেন।

এই অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও আমন্ত্রণপত্র পেয়েছে ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা। আলাদা করে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকেও।