
ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজারসংলগ্ন ঠেঙ্গামারি ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সামাদ মোল্যার বাড়ির পুকুরে সুমি নামের এক গৃহবধু রান্নার জন্য পানি আনতে গেলে মৃতদেহ সাদৃশ্য ভাসতে দেখে লাশ লাশ বলে চিৎকার করেন,পরবর্তীতে সামাদ মোল্যার এক আত্মীয়া সদরপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। লাশটি কে বা কারা ফেলে গেছে তা এখনো জানা যায়নি।
সদরপুর থানার ওসি মো. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করেছি,কোনো গাড়িতে ধাক্কা লেগে মরদেহটি পুকুরে পরে যেতে পারে ধারণা করা হচ্ছে,সিআইডি ও পিবিআইয়ের কর্মকর্তারা মরদেহের আলামত জব্দ করেন।
এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।