
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম ফারুক হোসেন ও শেখ নাজমুল ইসলাম।
সভায় আগামী একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাত বারোটায় এক মিনিটে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হবে ।পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার মাহফিল বাস্তবায়নের জন্য প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলকে আহবায়ক ও তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু কাজী আল মামুন নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম ও ফারুক হাসানকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয় কালিগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী
কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজন সদস্য নিয়াজ কওসার তুহিন, শাওন আহমেদ সোহাগ, মাসুদ পারভেজ ক্যাপ্টেনকে, সদস্যপদ বাতিল এবং প্রেসক্লাবের যে সকল সদস্যদের মাসিক চাঁদা বকেয়া আছে তাদেরকে ২০২৫ সালের পরিচয়পত্র জমাসহ বকেয়া চাঁদা আগামী এক মাসের মধ্যে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।এছাড়া কালিগঞ্জ ক্লাবের দ্বিতল ভবন এর কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।