
রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই কম্পিউটারের মনিটর, মাউস ও কিবোর্ড সহ একজন যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত যুবকের নাম ইফাত মোল্লা (২২) । সে সদর উপজেলার আহলাদিপুর এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে।
থানা পুলিশ সূত্র জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স রাজবাড়ী সদর উপজেলার পান্না চত্বর সংলগ্ন পৌর নিউ মার্কেটের ‘মাস্টার কম্পিউটার’ দোকানের সামনে থেকে পালানোর সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি নিয়মিত মামলার অন্তর্ভুক্ত চোরাই মনিটর, মাউস ও কিবোর্ড উদ্ধার করা হয়। এরপর গ্রেফতারকৃত ইফাত মোল্লার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তারপর দুপুরেই তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দঘাট থানা পুলিশ চুরি, মাদক কারবারি সহ সকল অপরাধ দমনে কঠোর অবস্থানে আছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এবং সকল প্রকার অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 
















