Dhaka 12:26 am, Thursday, 17 July 2025

কালিয়ায় ডাকাতিকালে এনএসআই সদস্যসহ গ্রেপ্তার ৪

নড়াইলের কালিয়ায় ডাকাতি করতে গিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খররিয়া চরপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অফিসে কর্মরত ফিল্ড স্টাফ মো. ইয়াছিন হোসেন, নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়া গ্রামের আরিফুজ্জামান, সুবুদীডাঙ্গা গ্রামের সোহাগ মোল্লা, একই উপজেলার শাহরিয়ার জামান শশী।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড স্টাফ মো. ইয়াছিন হোসেনের নেতৃত্বে সৌমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি শুরু করে তারা। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে। পরবর্তীতে বাড়ির আশপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির দুটি সোনার চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া কানের দুলের টানাসহ মোট ২ ভরি ২ আনা ২ রতি সোনা যার মূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়াও ডাকাতি কালে নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পেড়লী ক্যাম্প ইনচার্জ মো. আজিজ বলেন, এলাকার লোকেরা তাদের মারধর করেছে। তাদের মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে আমিও আহত হয়েছি। জিজ্ঞাসাবাদে সবাই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বলেন, তারা তল্লাশির নামে দস্যুতা করেছে, লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংগারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কালিয়ায় ডাকাতিকালে এনএসআই সদস্যসহ গ্রেপ্তার ৪

Update Time : 09:29:38 am, Sunday, 23 February 2025

নড়াইলের কালিয়ায় ডাকাতি করতে গিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খররিয়া চরপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অফিসে কর্মরত ফিল্ড স্টাফ মো. ইয়াছিন হোসেন, নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়া গ্রামের আরিফুজ্জামান, সুবুদীডাঙ্গা গ্রামের সোহাগ মোল্লা, একই উপজেলার শাহরিয়ার জামান শশী।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড স্টাফ মো. ইয়াছিন হোসেনের নেতৃত্বে সৌমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি শুরু করে তারা। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে। পরবর্তীতে বাড়ির আশপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির দুটি সোনার চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া কানের দুলের টানাসহ মোট ২ ভরি ২ আনা ২ রতি সোনা যার মূল্য প্রায় তিন লাখ টাকা। এ ছাড়াও ডাকাতি কালে নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পেড়লী ক্যাম্প ইনচার্জ মো. আজিজ বলেন, এলাকার লোকেরা তাদের মারধর করেছে। তাদের মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে আমিও আহত হয়েছি। জিজ্ঞাসাবাদে সবাই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বলেন, তারা তল্লাশির নামে দস্যুতা করেছে, লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।