
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব জামায়াতের উদ্যোগে বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ডা. এম. এ. মান্নান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এছাড়াও বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. তোফায়েল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল এবং দেলদুয়ার উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক মির্জা দীপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, দেশ ও জাতির চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে যুব সমাজকে সংগঠিত হয়ে গণসংযোগ ও জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, ইসলামী আদর্শে আলোকিত যুব সমাজ গড়ে তুলতে দায়িত্বশীলদের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, আদর্শিক দৃঢ়তা, আত্মশুদ্ধি ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে দায়িত্বশীলদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
টাঙ্গাইল-৬ আসনের সদস্য সচিব অধ্যাপক আব্দুস সালাম বলেন, পরিকল্পিত কর্মসূচি ও ঐক্যবদ্ধ সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ইসলামী আন্দোলনকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করতে হবে।
সম্মেলনটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সংগঠনের কাঠামো উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দ্বিতীয় অধিবেশনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা যুব জামায়াত সভাপতির উদ্বোধনী বক্তব্যসহ নেতৃবৃন্দের গঠনমূলক ও সাংগঠনিক বক্তব্য প্রদান করা হয়। এ সময় ২০২৬ সেশনের জন্য নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়ন যুব জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়।
সম্মেলনে নাগরপুর উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি, বিভাগীয় দায়িত্বশীলসহ প্রতিটি ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন। দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে উপজেলা যুব জামায়াতের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নিজের পোস্টার ও ব্যানার অপসারণ করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 


















