
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কবলাছড়া ৫ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সভাপতি, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর হাতকে শক্তিশালী করতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর শুক্রবার বিকাল তিনটায় কবলাছড়া ৫ নং ওয়ার্ডে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম,,
অনুষ্ঠানটি পরিচালনা করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুইঁয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া এবং সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতার।
আমন্ত্রীত অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন, সাবেক কার্য্যনির্বাহী সদস্য মোঃ হেলাল উদ্দিন ভুইঁয়া,,মোহাম্মদ সাইদ খোকন,,সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদলের মোঃ আবু তাহের ভুইঁয়া,,বিজয়নগর উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ দিলীপ মিয়া,,সিংগারবিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাছুম মিয়া,,মোঃ আজিজুল হক, জুয়েল মুন্সি, মোঃ সজিব ভূঁইয়া,,মোঃ ফিরোজ মিয়া,,বিজয়নগর উপজেলা কৃষক দলের সহ সভাপতি, মোঃ ইয়াছিন খানঁ,,সিংগারবিল ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মোঃ খুকন গাজী,,সিংগারবিল ৮ নং এর সাধারণ সম্পাদক মোঃ কবির মিয়া,এডভোকেট খোরশেদ আহমেদ,,মোছাম্মদ রিনা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন—বিজয়নগর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইম বোখারী মোল্লা, উলামাদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু সালেহ ভুইঁয়া,,মোঃ রবিন মিয়া,মোঃ আমিনুল ইসলাম সুমন,,বিজয়নগর উপজেলার শ্রমিকদলের সিনিয়র সভাপতি মোঃ আবন আলী,, মোঃ সাচ্চু কাজী,মোঃ সুহেল মিয়া,মোঃ আব্দুল খালেক,,মোঃ সেলিম মিয়া,,মোঃ আরিফ মিয়া,,মোঃ ওমর ফারুক লিটন সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে এখন থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দরুদ শরিফ পাঠসহ বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সারাদেশের মানুষ যেন তাঁর রোগমুক্তির জন্য দোয়া করার অব্যাহত রাখেন। একই সঙ্গে তারা তারুণ্যের অহংকার তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্থতা কামনাতেও দোয়া করার অনুরোধ জানান।
বক্তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে— জনগণ এখনো তার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করে।
মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 


















