
গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৫ ই অক্টোবর দুপুরে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন আতর চেয়ারম্যান বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল ছাহেবের নির্দেশে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠান দেবগ্রাম ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আয়নাল মোল্লা সভাপতিত্বে, জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক শেখ আব্দুর রাজ্জাকের সঞ্চলায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মো. জহির উদ্দিন মৃধা, কোষাধ্যক্ষ মো. আশরাফ আলী মৃধা। প্রচার সম্পাদক মোশাররফ ফকির। জেলা জাকের পার্টি ওলামা ফ্রন্টের সভাপতি আব্দুস সালাম জিহাদি, সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, জেলা যুব সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. সুরুজ আলী খান, ছাত্র ফ্রন্ট সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুবফ্রন্ট সভাপতি মো. মুক্তার হোসেন, শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. মজনু শেখ, মৎস্য ফ্রন্ট সভাপতি মো. হালিম মোল্লা এবং সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. সোহরাফ মোল্লা। জেলা জাকের পার্টি সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন বেপারী। মোছাঃ রেজিয়া গফুর সভানেত্রী রাজবাড়ী জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্ট। মোঃ মুন্নী আক্তার সভানেত্রী জেলা জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট। জেলা জাকের পার্টি মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদিকা মোছা ঃ খায়রুন নাহার সহ জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং সর্বস্তের জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাকের পার্টি নীতি, আদর্শ ও সততার সাথে পরিচালিত হয়। জাকের পার্টির কোনো নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাকের পার্টির আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 













