Dhaka 5:30 pm, Friday, 7 November 2025

সালথায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে মটরসাইকেল চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরন বেগম প্রতিদিনের মত তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বড় বাংরাইলের অনিল সুত্রধরের পুত্র বিপ্লব সুত্রধর তার নতুন জিক্সার মটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ফুলবাড়িয়া বাজারে পৌছলে বিপ্লব তার বাইকে ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়ে দ্রুত ঐ বৃদ্ধার বাড়ির সামনে দিয়েই পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা আমিরন বেগম মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। এরপর লাশ থানায় নিয়ে আসে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কমলগঞ্জে শুরু মণিপুরীদের ১৮৩তম মহারাসলীলা উৎসব শুরু

সালথায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

Update Time : 07:40:04 pm, Tuesday, 30 September 2025

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে মটরসাইকেল চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরন বেগম প্রতিদিনের মত তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বড় বাংরাইলের অনিল সুত্রধরের পুত্র বিপ্লব সুত্রধর তার নতুন জিক্সার মটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ফুলবাড়িয়া বাজারে পৌছলে বিপ্লব তার বাইকে ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়ে দ্রুত ঐ বৃদ্ধার বাড়ির সামনে দিয়েই পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা আমিরন বেগম মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। এরপর লাশ থানায় নিয়ে আসে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।