
টাঙ্গাইলের নাগরপুরে ফিটনেস বিহীন এসবি লিং এর চলন্ত বাসের চাপায় পৃষ্ট হয়ে নুরু বেপারি (৭০) নামের এক ব্যবসায়ীর ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেছে।
রবিবার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দ্যেশে রওনা দেয় নুরু বেপারি। পুষ্টকামরী এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা ফিটনেস বিহীন দ্রুতগ্রামী এসবি লিংক একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ ও দূর্ঘটনা কবলিত বাসটি উদ্বার করে থানায় নিয়ে যায়। তবে বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
মোঃ হালিম মিয়া, নাগরপুর(টাংগাইল) প্রতিনিধি: 













