
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়েছে। এসময় এক চোরাকারবারিকে আটক করে পুলিশ।
জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে শ্রীমঙ্গল পৌরসভার সোনার বাংলা রোডের নতুন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি সিএনজি অটোরিকশা থেকে ৫১৬ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৩ হাজার টাকা। এসময় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার এসআই সাইদুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি রাজন মিয়া ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব ফুচকা নিয়ে আসে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।