
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় বিপুল পরিমাণ উন্নতমানের পলিপ্রোপিলিন (HDPE) জব্দ করা হয়েছে।জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা।
১০ সেপ্টেম্বর বুধবার ভোর ৪টা ১০ মিনিটে, সরাইল ব্যাটালিয়নের ২৫ বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন পিকআপ তল্লাশি করেন।
এ সময় পিকআপটি থেকে ২,৭৫০ কেজি উন্নতমানের পলিপ্রোপিলিন (HDPE) জব্দ করা হয়। মালামালটির কোনো বৈধ মালিক না থাকায় এটিকে চোরাচালান বলে ধারণা করা হচ্ছে।জব্দকৃত পণ্য আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তপথে ভারত থেকে অবৈধভাবে চোরাচালান ও মাদকদ্রব্য প্রবেশ ঠেকাতে ২৫ বিজিবি অঙ্গীকারাবদ্ধ। এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।