
ডাকসু নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানোর উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ওসি মোজাফফর হোসেন নিজেই সদর মডেল থানায় এ জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, “আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হ্যাক করে ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”
তিনি আরও বলেন, “এ ঘটনার পেছনে নিশ্চিতভাবেই কোনো অসৎ উদ্দেশ্য কাজ করছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বা সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার আশঙ্কা সৃষ্টি করতে পারে।”
এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।