
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবসহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী ভূমিকা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল—যে দল বারবার দেশের মানুষের ভোট ও অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছে।
সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার আদায়ে সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।