জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিশন জলসা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মনির হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান স্বাধীন এবং জামালপুর জেলা সভাপতি ইসমাইল হোসেন ভোলা।
এছাড়াও জামালপুর জেলা জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।