
রায়পুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেছেন ছাত্রনেতা তামিম মোল্লা
তিনি বলেন, “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণের আন্দোলনই এ সংগঠনের মূল লক্ষ্য। আমি কারো বিরোধিতা করতে আসিনি, বরং চাই যে যোগ্য ব্যক্তি দায়িত্ব পাক।”
নিজের অঙ্গীকার তুলে ধরে তিনি জানান—
তিনি সর্বদা সংগঠনের নিয়মনীতি মেনে চলবেন,
ছাত্র সমাজের কল্যাণে কাজ করবেন,
সততা, ন্যায়বিচার ও সেবার মনোভাব নিয়ে সংগঠন পরিচালনা করবেন।
তামিম মোল্লা আরও বলেন, “আমি ঐক্যবদ্ধ ছাত্র সমাজ গড়ে তুলতে কাজ করতে চাই। একটি সুন্দর ও মাদকমুক্ত রায়পুর গড়াই আমার প্রধান লক্ষ্য।”
এসময় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন—
ছাত্র অধিকার পরিষদকে যেন সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করেন, নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য দান করেন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে সফল করেন।
সবশেষে তিনি নূর ভাইয়ের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।