
ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইউনিয়নভিত্তিক জনসংযোগ এবং প্রতিটি ভোটকেন্দ্রে কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খলিল। তিনি বলেন, “বাংলাদেশের একমাত্র কলঙ্কমুক্ত দল হলো জাকের পার্টি। আমরা প্রতিটি ইউনিয়নে যাবো, মানুষের কাছে ভোট চাইব এবং ভোটকেন্দ্র কমিটি গঠন দ্রুত শেষ করব।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা যুব ফ্রন্টের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান ডালিম বলেন, “সবকিছু দেখে মনে হচ্ছে আগামী বাংলাদেশ হবে জাকের পার্টির নেতৃত্বে। সময় খুবই কম, তাই সব কাজ সঠিকভাবে শেষ করে ২৯ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশে আমাদের জাঁকজমকভাবে যোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, “৩৬ বছরের রাজনীতিতে জাকের পার্টি কখনো অন্যায় করেনি এবং ভবিষ্যতেও করবে না।”
আলোচনা শেষে খতম, মিলাদ শরীফ ও দেশ-জাতির কল্যাণে দোয়া করা হয়।