
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর -৫ (কালিগঞ্জ, পুবাইল,বাড়িয়া ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমুলের দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে কালীগঞ্জে খোদেজা শপিং কমপ্লেক্স এর ৪র্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সভাপতি জি এম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি, হারুনর রশীদ, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক, মুফতি হোসাইন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, গাজীপুর মহানগর যুব আন্দোলনের সভাপতি, মুফতি ফরহাদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জি এম রুহুল আমীন বলেন, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীক নিয়ে সামনের নির্বাচন যুদ্ধে দাবিত হবো। সুতরাং আমাদের প্রস্তুতি যদি সেই ভাবে না থাকে তা হলে আমরা সেই নির্বাচনের সঠিক রেজাল্ট কিন্তু গ্রহণ করা সম্ভব হবে না। তৃণমূলে আমরা যদি হাত পাখার দাওয়াত সর্বোচ্চ পৌঁচ্ছে দিতে পারি এবং তৃণমূল সংগঠনের দক্ষ ও যোগ্য দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে পারি তা হলে নির্বাচনের কাঙ্ক্ষিত ফসল আমাদের ঘরে তুলা সম্ভব হবে। এই আসনে আমরা হাত পাখাকে বিজয়ী দেখতে চাই ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐকবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করার আহবান জানান।