
হবিগঞ্জের মাধবপুরে তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মানোন্নয়ন ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ মে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাছ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কাজী জিয়াউর রহমান, এডহক কমিটির অভিভাবক সদস্য সৈয়দ নিশাদ, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমানসহ অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন ‘বর্তমান প্রজন্ম মানবজাতির ইতিহাসে সবচেয়ে সৌভাগ্যবান। তাঁদের হাতে রয়েছে আধুনিক প্রযুক্তির সুবিধা— মোবাইল ফোনেই আজ পুরো পৃথিবী হাতের মুঠোয়। কিন্তু দুঃখজনকভাবে, অনেক শিক্ষার্থী এই প্রযুক্তির অপব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে।’
অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানান, সন্তানের মোবাইল ব্যবহারের প্রতি সচেতন নজর রাখতে এবং তাদের প্রযুক্তি ব্যবহারে ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে। অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা নিয়মিত আমার সঙ্গে এবং শ্রেণি শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখুন, যাতে শিক্ষার্থীদের অগ্রগতি সঠিকভাবে মনিটর করা যায়।
সমাবেশে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।