
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার পার্টি (BNCP)-এর আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা সাইবার দলের সভাপতি সুমন খান এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন—সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোনায়েম মুন্না। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মুহাম্মদ মারুফ এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জুনায়েদ মুন্সি।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জুবায়ের আহমেদ। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন এ আর সুবেল আহমেদ ও এস কে রাসেল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুক মুন্সি ।সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আলম খান ও হোসাইন রেজা।দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মামুন মিয়া।প্রচার সম্পাদক পদে রয়েছেন মোঃ জুনায়েদ এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন খাইরুল ভূঁইয়া।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসরুল কবির নিশাত এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস কে সুমন। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আবুল হাকিম। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন।ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান খলিল।
ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক ইসলাম।
সাংস্কৃতিক সম্পাদক জুয়েল মনি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মন্নান জায়মান মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আফসানা আলম।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি তথ্য ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং বিজয়নগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার পার্টির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার পার্টি (BNCP) ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় আদর্শ প্রচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মোঃ শামীম উসমান গনী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: 

















