
রাজবাড়ী কালুখালী উপজেলা বাংলাদেশ হাট নামক এলাকায় দুই বাসের সংঘর্ষ আহত হয়েছে প্রায় ৫৫ জন। জানা গেছে আজ ১৩ই নভেম্বর বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ হাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
স্থানীয়রান জানান এ , দুর্ঘটনায় দুই বাসের প্রায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে হতাহতের মধ্যে কেউ নিহত হয়নি। আহতদের স্থানীয় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে কালুখালী থানা পুলিশ অনুসন্ধান করছেন বলে জানা গেছে।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 



















