
গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে গণতন্ত্র ও স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত হিসেবে উল্লেখ করেছেন রায়পুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী ও চরপাতা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামিম মোল্লা।
তিনি এক বিবৃতিতে বলেন, “একটি শান্তিপূর্ণ কার্যক্রমে এভাবে বাধা দেওয়া গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। নূরের মতাদর্শের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু হামলা চালিয়ে তার কণ্ঠরোধের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একজন রাজনৈতিক নেতার ওপর নয়—এটি একজন সংগ্রামী যোদ্ধার ওপর হামলা।”
তামিম মোল্লা আরও বলেন, “আমরা অতীতেও দেখেছি নূরু ভাইকে কীভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। এ কেমন স্বাধীন রাষ্ট্র, যেখানে একটি দলের প্রধানের ওপর প্রকাশ্যে নির্মম হামলা চালানো হয়? এ ধরনের কর্মকাণ্ড কেবল গণতন্ত্রকে নয়, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকেও অসম্মানিত করছে।”
তিনি হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি যেসব ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার পেছনে উসকানি বা পরিকল্পনা দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং দায়ী রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
বিবৃতির শেষে তামিম মোল্লা নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করেন।