
হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ ০৫/০৩/২০২৫ এ এস আই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ২ নং চৌমহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামে অভিযান চালায় দুপর ৩,১৫ সময় কাশিমনগর টু হরষপুরগামী পাকা রাস্তার রেল লাইনের পূর্বপাশে ফরিদ মিয়ার বাড়ী পাশে থেকে ০৪ (চার) কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত হলেন- দিনাজপুর জেলার দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কসবা গ্রামের সৈয়দ ফয়জার আলীর মেয়ে সৈয়দা রোকসানা (৩২)।
বিষয়টি নিশ্চিত করে কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।