
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। ভারত থেকে মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালানি মালামাল যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী রেইনবো কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ইব্রাহিমপুর এলাকায় সন্দেহজনকভাবে থামানো হয়।
পরবর্তীতে যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—৭১,৯০০ পিস ভারতীয় কাবেরী মেহেদি, ২২,৬৫২ পিস ভারতীয় চকলেট, ৫৬৪ পিস ভারতীয় ফেসওয়াশ এবং ৬৩০ কেজি ভারতীয় জিরা। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৮,২৩,১৬০/- (আটষট্টি লক্ষ তেইশ হাজার একশত ষাট) টাকা।
জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান দমনে বিজিবি’র কার্যক্রম চলমান থাকবে।
মোঃ শামীম উসমান গনী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: 









