
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই ও ভাতিজার বিরুদ্ধে। নিহত আব্দুল মান্নান ধামরাই থানাধীন কুশুরা ইউনিয়নের বন্যা গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
গতকাল রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে (২৭ ডিসেম্বর) সকালে কুশুরা ইউনিয়নের বন্যা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯ টার দিকে ধামরাইয়ের ওই এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান ও তার পরিবারের উপর নেওয়াজ ও শাহিনুর সহ বেশ কয়েক জন হামলা চালায়। এসময় মান্নান, জুয়েল,রোমা বেগম,তার স্বামী জুয়েল ও ছেলে আল-আমীন আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মান্নানের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে তাকে নেয়া হলে (রবিবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে রুমা জানান, বাড়ীর জায়গা জমি নিয়ে গত বৃহ:বার আমাকে মারধর করে। গত শনিবার আমার স্বামী ও বাবা মারধরের কথা শুনতে ও প্রতিবাদ করতে গেলে আমার স্বামী ও বাবার উপর অতর্কিত হামলা চালায়।আমি ও আমার ছেলে তাদেরকে উদ্ধার করতে গেলে আমার দুই চাচা, চাচী ও চাচাতো ভাই আমাদের উপর হামলা চালায়। এক পর্যায় আমার বাবার অবস্থা খারাপ হলে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান,পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরনসহ পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 








