
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর থেকেই এই নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। পরে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় ৭টা ১৫ মিনিট থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ৭টা ১৫ থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
তিনি আরও বলেন, বর্তমানে নদীতে শাহ মখদুম, ফেরী এনায়েতপুরী ও ভাষা শহীদ বরকত এই ৩টা ফেরি আটকা রয়েছে।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধি : 









