
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে অদ্য ২৬ ডিসেম্বর-২০২৫ শুক্রবার, বিকাল ৩ ঘটিকায় শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসায় প্রায় শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়, সংগঠনের সভাপতি শায়েল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ইমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রুমেন চৌধুরী, প্রধান অতিথির তার বক্তব্যে বলেন: মানুষের সেবা করা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, যা ব্যক্তিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে অন্যের একটি প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার ১০০ টি প্রয়োজন পূরণ করবেন। আমাদের মুর্শিদুনা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় ছাহেব ক্বিবলা বলেছেন, মানুষ মানুষের প্রতি দায়িত্ববোধ, সহানুভূতি এবং সেবার মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার উপর আলোকপাত করে সেই প্রত্যেয়ে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে।
এছাড়াও উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন : লতিফিয়া কারী সোসাইটির শ্রীমঙ্গলে উপজেলা শাখার সভাপতি এবিএম শামসুদ্দোহা খান আবু বক্কর, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি মাওলানা সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সালেহ, সাবেক সহ প্রচার সম্পাদক সায়েম আহমদ, এনসিপি মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, উপজেলা প্রচার সম্পাদক আফজাল হোসেন, সদর ইউনিয়ন সভাপতি সাজ্জাদুল আবেদিন গোফরান, আশিদ্রোন ইউনিয়ন সভাপতি হোসাইন মোঃ আফজল, পৌর শাখার প্রচার সম্পাদক সামাউন আহমেদ নোমান প্রমুখ।
মোঃ শাহাবউদ্দীন শ্রীমঙ্গল, উপজেলা প্রতিনিধি: 









