Dhaka 5:38 am, Friday, 2 January 2026

রাজবাড়ী বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে একজন কৃষক নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষের ঘটনায় হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন ব্যাঙডুবি বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব শেখ নবাবপুর ইউনিয়ন বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।সংঘর্ষে আহতরা হলেন—একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২) এবং অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।
আহতদের প্রথমে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত জামাল শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শরিফুল শেখ অভিযোগ করে বলেন, হাবিব শেখ তার পাওয়ার টিলার চালাচ্ছিলেন, এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি শুরু হলে হাবিব শেখ এগিয়ে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ধারণা করছেন, হাবিব শেখ হার্ট অ্যাটাকে মারা যেতে পারে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুটি হার্ট অ্যাটাক নাকি মারামারির কারণে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনাগত ব্যবস্হা নেওয়া হবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মানবিকতায় উষ্ণতা ছড়াল কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব

রাজবাড়ী বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে একজন কৃষক নিহত

Update Time : 09:09:29 pm, Tuesday, 23 December 2025

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষের ঘটনায় হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন ব্যাঙডুবি বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব শেখ নবাবপুর ইউনিয়ন বনগ্রামের লিয়াকত শেখের ছেলে।সংঘর্ষে আহতরা হলেন—একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২) এবং অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।
আহতদের প্রথমে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত জামাল শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শরিফুল শেখ অভিযোগ করে বলেন, হাবিব শেখ তার পাওয়ার টিলার চালাচ্ছিলেন, এ সময় জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারি শুরু হলে হাবিব শেখ এগিয়ে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ধারণা করছেন, হাবিব শেখ হার্ট অ্যাটাকে মারা যেতে পারে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুটি হার্ট অ্যাটাক নাকি মারামারির কারণে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনাগত ব্যবস্হা নেওয়া হবে বলে তিনি জানান।